যাযাবর
গোলাপ আমিন
এখনও বাসি না ভালো অন্ধকার হয়ে এলে ঘর
কবেকার কোন ক্ষণে মজে গেছে ঘ্রাণের গতর।
বিবাগী মন আমার দেখি চারিদিক বাউরি বাতাস
কে যেন করেছে অজান্তে আমার হৃদয় সর্বনাশ।
গেঁথেছি তোমায় আমি কলিজার ভেতর
ছটফট করে উড়ে যেতে চেয়ো না কৈতর।
চর্মে চর্মে লাগলে ঘষা জাগে শিহরণ
ঢেউয়ের গন্তব্য হয় অতলান্ত মন।
অবিরাম হেঁটে হেঁটে যায় যায় যাযাবর
হাতছানি আলোর আভা ছোটে সেদিকে নজর।
Leave a Reply