এম জে এইচ বাতেন (কিশোরগঞ্জ): সরকার শপিংমল গুলি ১০ মে খুলে দেওয়ার ঘোষণার পরের দিন থেকেই শপিংমল খুলতে শুরু করে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান। আজ ১২মে মঙ্গল বার ২০২০ ইং, কিশোরগঞ্জ শহর ঘুরে দেখা যায় সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান খোলা ছিল। বিপনী বিতান গুলোতে ছিল উপচেপড়া মানুষের ভীড় এর মধ্যে পুরুষের চাইতে মহিলা ছিল বেশী। অতীতের যে কোন ঈদের চেয়ে ক্রেতা কম নয়। গত ১১ মে ২০২০ তারিখে কিশোরগঞ্জ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, কিশোরগঞ্জ পৌর কর্তৃপক্ষ, কিশোরগঞ্জ চেম্বাস অব কমার্স ও কিশোরগঞ্জের সকল ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে সিদ্ধান্ত হয় যে পূর্বের লকডাউন অনুয়ায়ী কিশোরগঞ্জ শহরের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান আগামী ১৩ মে ২০২০ তারিখ থেকে ৩০ মে ২০২০ তারিখ পযর্ন্ত বন্ধ থাকবে। এই ঘোষনা প্রচার হওয়ার পর আজ ১২মে মঙ্গল বার শহরের সকল দোকান রাস্তায় ছিল মানুষের ভীড় এমন কি দেখা গেছে শহরের পুরান থানা, গৌরাঙ্গবাজার মোড়, রথখোলার শপিংমল, জাহাঙ্গীর মোড়ে বেটারী চালিত অটো রিক্সা, সিএনজি, ট্রাক জ্যাম হয়েছে। সারা বিশ্বের ন্যায় বাংলাদেশ অদৃশ্য করোনা ভাইরাসের আক্রমণে নীরব। বাংলাদেশে ও দিন দিন সংক্রমণ বেড়েই চলছে সেখানে কিশোরগঞ্জের শপিংমলে ঈদের কেনাকাটা ছিল উৎসব মুখর। কেউ দেখলে বুঝতেই পারবে না যে মানুষ জনের মধ্যে করোনার কোন ভয় বা আতংক রয়েছে। করোনাকে সেখানে কেউ পাত্তাই দিচ্ছে না। এ অবস্থায় কিশোরগঞ্জ চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করছে সচেতন মহল।
Leave a Reply