স্টাফ রিপোর্টার: করোনা ভাইরাসের পরিস্থিতিতে সৃষ্ট দুর্যোগে উপজেলা মানবিক সহায়তা কমিটির এক জরুরি সভা আজ সোমবার (১৮মে) পাকুন্দিয়া উপজেলা মিলনায়তনে সকাল ১১:০০টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী-পাকুন্দিয়া (কিশোরগঞ্জ-২) আসনের সংসদ সদস্য নূর মোহাম্মদ। আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পৌরসভার মেয়র মো. আক্তারুজ্জামান খোকন।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য রাখেন জাঙ্গালিয়া ইউনিয়নের সরকার শামীম আহমেদ, চরফরাদী ইউনিয়নের মো. কামাল উদ্দিন, বুরুদিয়া ইউনিয়নের মো. নাজমুল হুদা রুবেল, পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মো. সাহাব উদ্দিন, নারান্দী ইউনিয়নের মো. শফিকুল ইসলাম শফিক, হোসেন্দী ইউনিয়নের মো. মুজিবুর রহমান হামদু, সুখিয়া ইউনিয়নের মো. আবদুল হামিদ টিটু, চণ্ডিপাশা ইউনিয়নের মো. শামসুদ্দিন প্রমুখ।
উপজেলা মানবিক সহায়তা তদারকী কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের মধ্য থেকে মতামত পেশ করে বক্তব্য রাখেন ঠুটারজঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম মাজহারুল হক, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী মো. আবদুল আমিন (গোলাপ আমিন)।
আরও উপস্থিত ছিলেন বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ।
জরুরি সভা শেষে উপজেলা মানবিক সহায়তা তদারকী কমিটিতে দায়িত্বপ্রাপ্তদের হাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সম্মানী তুলে দেন।
Leave a Reply