.
নাছির উদ্দীন জিহান, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের চতুর্থ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে পূর্ব ভাদেশ্বর পুকুরপাড় গ্রামের আব্দুল আহাদের ছেলে মুসা মিয়া (১৯) নামক এক লম্পট ধর্ষণ করেছে।
জানা যায়, গত ২২ জুলাই পূর্ব ভাদেশ্বর গ্রামের খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে পুকুরপাড় গ্রামের মুসা মিয়া ছলে-বলে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করে এবং ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন অশ্লীল ছবি মোবাইলে ধারণ করে। পরে ভুক্তভোগীর পরিবার বিষয়টি অবগত হলে পুলিশের ধারস্থ হন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) ছাত্রীর মা থানায় একটি মামলা দায়ের করেন। এরই সূত্র ধরে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান এর নেতৃত্বে একদল পুলিশ মুসাকে গ্রেফতারের জন্য ওই এলাকায় অভিযান চালান এবং ডাক্তারি পরীক্ষার জন্য ভিক্টিমকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান।
Leave a Reply