নিজস্ব প্রতিনিধি:
ঝালকাঠি জেলার, রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন, উত্তর তারাবুনিয়া গ্রামের প্রায় সকল রাস্তাই কাচা। এছারাও চলাচলের ব্রিজের বেহাল দশা।
চরম ভোগান্তিতে গ্রামবাসী। এই ভোগান্তি থেকে মুক্তি চায় তারা। গ্রামের অনেকেই প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গ্রামের কাচা রাস্তা ও ভাঙা ব্রিজের চিত্র তুলে ধরেছেন।
তাদের মধ্য থেকে এক জন ব্যক্তির পোস্ট হুবহু নিচে তুলে ধরা হল:
>>>>ব্রিজ নাকি মরন ফাঁদ??
গত ৪ বছর ধরে একই গল্প শুনে আসতেছি ব্রিজ ঠিক করা হবে।
স্থানটি ঝালকাঠি জেলার, রাজাপুর উপজেলার ১নং সাতুরিয়া ইউনিয়ন, উত্তর তারাবুনিয়া গ্রাম। উন্নয়ন্নের জোয়ার তো সব জায়গাতে বইছে কিন্তু এই এই গ্রাম বাসী মনে হয় না বিন্দুমাত্র উন্নয় এর ছোয়া পেয়েছে!
একে তো মাটির রাস্তা আর খাল পারাপারের জন্য ব্রিজের এই অবস্থা।
এই ব্রিজের পাশেই একটা সরকারী স্কুল রয়েছে, উত্তর তারাবুনিয়া ১২৪নং তোজাম্মেল হক সরকারি প্রাথমিক বিদ্যালয়।
স্কুলের ছোট ছোট বাচ্চারা এটা পার হয়ে কিভাবে স্কুলে যায়!! একে তো মাটির রাস্তা বর্ষা কালে রাস্তা থেকে হাটতে হলে পায়ে তো থাকে কাদা আর তা নিয়ে ব্রিজে উঠলে স্লিপ কেটে পরে বড় ধরনের দুর্ঘটনা ও ঘটতে পারে। তখন কে দায় নিবে?
শুধু স্কুল ছাত্র-ছাত্রী নয় এ দুরভোগে ভুগতেছে গ্রামবাসী।
গ্রাম থেকে বের হতে এটাই তাদের মূল পথ, প্রতিদিন যাতায়াত করতে হয় তাদের। এজন্য ব্রিজের উপরে কলাগাছ, বা সুপারী গাছ দিয়ে কোন মতে যাতায়াত করে তারা। বাড়িতে ভাড়ি মালামাল আনতে তার পারছে না যাতায়াত এর জন্য কোন রিক্সসা-গাড়ি প্রবেশ করাতে কারন পুরো রাস্তাই মাটির, আর ব্রিজের তো এই হাল। আর সেখানে তো এখন হেটে যাওয়াও মুসকিল গ্রাম বাসির।
সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনারা বিষয় টা শেয়ার করতেন তাহলে প্রশাসন এর নজরদারিতে পরে তারা যদি গ্রাম বাসি জন্য রাস্তা ও এই ব্রিজ টি দেখে গ্রাম বাসির প্রতি দয়া হইতো। তাহলে গ্রাম বাসীর অনেক উপকার হতো।<<<
তাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি; বিষয়টি আমলে নিয়ে অতি দ্রুত এর সমাধান করবেন।
Leave a Reply