আমি ডুবুরি খুঁজে ফিরি স্মৃতির নুড়ি
গোলাপ আমিন
মানুষের দুঃখগুলো
মানুষের দুঃখগুলো রাত্রির সৌন্দর্য হয়ে মিলেমিশে একাকার,
থলথলে কাঁচা দুঃখের এমন প্রগাঢ় স্তূপটা যেন খড়ের গাদার।
*
রোদেলা আকাশ
আকাশের সুমিষ্ট হাসিটি দেখে,
উতলা হয়ে ওঠছে রোদেলা সকাল।
*
সকালের পাখি
একটি পাখির ডাকে ঘুম ভেঙে যাওয়া সকাল,
নিস্তব্ধ দাঁড়িয়ে আছে আমার বিছানার পাশে।
*
দুঃখ বিমুখ
দুঃখ তোমায় করতে থাকুক- যত পারে হুজুর হুজুর,
তোমার রাজ্যে নবাব তুমি, দুঃখ একদিন হবে যে দূর।
*
মায়াবিনী
তুমি এক মায়াবিনী অদ্ভূত মেয়েপাখি, মেঘপাখি
খাঁ খাঁ শূন্য হৃদাকাশে চিলের মতো উড়ে বেড়াও।
*
পৃথিবী ও প্রিয়তমা
দু’পৃথিবী কেঁপে ওঠে তুমি থাকো স্থির
জানলে না প্রিয়তমা এই মন অস্থির।
*
নিঃসঙ্গ
নিঃসঙ্গ এখন একা,
উড়ে গাংচিল শূন্য আকাশ জুড়ে।
Leave a Reply