বিশেষ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া উত্তর ও দক্ষিণ ইউপি পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের প্রচারণায় গণজোয়ার সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার উত্তর উলানিয়া ইউনিয়নে নৌকার মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক
আদর্শিক নেতৃত্ব, কর্মী-জনবান্ধব, পরিচ্ছন্ন ব্যক্তি
ইমেজ, মেধাবী ও জননন্দিত নেতা নুরুল ইসলাম জামাল মোল্লা বিপুল সংখ্যাক নেতাকর্মী নিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করে পথসভা, কর্মীসভা, উঠান বৈঠক, গণসংযোগ ও প্রচার-প্রচারণার মাধ্যমে দিনভর ব্যস্ত সময় অতিবাহিত করেছেন। জানা গেছে তার গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দীন খান। নৌকার প্রার্থীর পক্ষে এদিন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল ইউনিটের দায়িত্বশীল নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। নৌকার প্রার্থী জামাল মোল্লা সভায় বক্তব্যর শুরুতেই উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনে তার অজান্তেই তার বা তার সংগঠনের কারো আচরণে যদি কোনো মানুষ কষ্ট পেয়ে থাকেন তাহলে তিনি তাদের কাছে ক্ষমা প্রার্থনা করে বলেন, আমি অপনাদেরই এলাকার সন্তান আমাকে ক্ষমা সুন্দর দৃস্টিতে দেখবেন এবং জননেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দিয়ে তার ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে এলাকার উন্নয়ন বুঝে নিবেন। তিনি বলেন, রাজনীতি থেকে তিনি কিছু নিতে আসেননি রাজনীতির মাধ্যমে ইউনিয়নের মানুষকে কিছু দিতে এসেছেন। তিনি বলেন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে বিপুল ভোটের ব্যবধানে নৌকা প্রতিককে বিজয়ী করে
নৌকাবিরোধীদের দাঁতভাঙ্গা জবাব দিয়ে প্রমাণ করতে হবে অতীতে আওয়ামী লীগের বাইরে গিয়ে রাজনীতি করে কেউ সফল হতে পারেনি, বর্তমানেও হয়নি ভবিষ্যতেও হবে না। তিনি বলেন, আমরা আপনাদের সহযোগীতায় নির্বাচনে নৌকা প্রতিককে ভোট বিপ্লবের মাধ্যমে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে চাই, আপনারা থাকতে ক্ষুদ্র নৌকাবিরোধীর কাছে নৌকার পরাজয় কখানোই হবে না ইনশাল্লাহ। এদিন দক্ষিণ উলানিয়া ইউনিয়নেও নৌকার প্রার্থী সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা কাজী আব্দুল হালিম চৌধুরী মিলন’র গণসংযোগেও জনতার ঢল নামে। সেখানকার ভোটাররা বলেন তারা মুখিয়ে আছেন ১০ ডিসেম্বর নৌকা প্রার্থীকে বিপুল ভোটে বিজয় করতে।
Leave a Reply